ফিফার নতুন প্রেসিডেন্ট প্রতারক


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের জেয়ানি ইনফান্তিনো। নতুন এই প্রেসিডেন্টকে প্রতারক বলে মন্তব্য করলেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।  

ইনফান্তিনোকে ফুটবলের সর্বময় কর্তা হিসেবে একেবারেই মেনে নিতে পারছেন না ডিয়েগো ম্যারাডোনা। নতুন প্রেসিডেন্টকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘সে একজন প্রতারক। তার বস ব্লাটার এমন বিপদে পড়ল, একটুর জন্য জেলে যাওয়ার হাত থেকে বেঁচে গেল; তার আচরণে সেটা বোঝাই যায়নি। সে নিজের আখের ঠিকই গুছিয়ে নিল। লটারির ঘোষক থেকে একেবারে ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হয়েছে একজন, বিষয়টি অগ্রহণযোগ্য।’

আর্থিক কেলেঙ্কারিতে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়ে আপাতত নির্বাসিত ব্লাটার-প্লাতিনি। এই ফাঁকে ফিফা সভাপতির নির্বাচনে বিজয়ী হওয়া ইনফান্তিনো প্রথমেই অঙ্গীকার করেছেন ফুটবলকে কলঙ্কমুক্ত করার। কিন্তু ম্যারাডোনা এটা শুনে ঠিকই ভ্রু-কুচকাচ্ছেন।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।