বগুড়ায় ১২ হাজার জিহাদি বইসহ দুই জামায়াত কর্মী গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় ১২ হাজার জিহাদি বই ও মাইক্রোবাসসহ জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বইগুলো বগুড়ার একটি প্রেসে ছাপানোর পর মাইক্রোবাসে করে নওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল।

রোববার বিকেল ৫টার দিকে শহরের সান্তাহার সড়কের নিশিন্দারা কারবালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ শহরের গোলাম মোস্তফা (৪০) ও রকিবুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়,বিকেলে নিশিন্দারা কারবালা এলাকায় মা প্রিন্টার্স নামের একটি প্রেস থেকে বইগুলো নওগাঁর উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে উঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ বইগুলো আটক করে। এসময় মাইক্রোবাসে থাকা জামায়াত কর্মী গোলাম মোস্তফা ও রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে মা প্রির্ন্টাস নামের প্রেসে তল্লাশি চালিয়ে কম্পিউটার ছাড়াও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটক বইগুলোর শিরোনামে লেখা রয়েছে- রাজনীতির প্রতিহিংসার শিকার আলী আহসান মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের জীবনী ছাড়াও তার বিচার ও রায় কার্যকর নিয়ে লেখা হয়েছে বইটিতে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বইগুলো বগুড়ায় ছাপানোর পর নওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়াও প্রেসের কম্পিউটার জব্দ করা ছাড়াও তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।