টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে টিকে থাকতে হলে শ্রীলংকার বিপক্ষে আজ জয়ের কোন বিকল্প নেই। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রেখেছে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে শ্রীলংকাকেও হারাতে হবে আজ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তবে মাঠে নামার আগেই সুসংবাদ বাংলাদেশ দলের জন্য। হাঁটুর ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না শ্রীলংকার নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার থিসারা পেরেরাকে। বাংলাদেশ দলে কোন পরিবর্তণ আনা হয়নি। আরব আমিরাতের বিপক্ষে জয়ী দলটিই বহাল রাখা হয়েছে এই ম্যাচে।
টস জয়ের পর প্রথমে ব্যাটিং নেয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমার মনে হয়েছে, আজকের উইকেটটা আগের দিনগুলোর চেয়ে ভালো। এখানে আগে ব্যাট করলে সুবিধা নেয়া যাবে। এ কারণেই ব্যাট করার সিদ্ধান্ত নিলাম। আশা করছি একটা বড় স্কোরই দাঁড় করাতে পারবো আমরা।’
বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, দাসুন সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), চামারা কাপুগেদারা, সেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুষ্মন্তে চামিরা।
আইএইচএস/এবিএস