সাকিব মানুষ, এলিয়েন নয়


প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিপিএল, জিম্বাবুয়ে সিরিজ, পিএসএল হতে শুরু করে এশিয়া কাপের শুরু দুই ম্যাচেও রান পাননি তিনি। তবে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ অলরাউন্ডার।

তার রানে ফিরে আসা স্বস্তিদায়ক কি-না জানতে চাইলে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান সাকিব মানুষ, এলিয়েন নয়। ভারতের বিপক্ষে রোহিত শর্মার একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন সাকিব। এরপর থেকেই তাকে নিয়ে চলছে অনেক সমালোচনা।

তাই এদিন রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিবকে সব সময়ই মানুষই মনে করেছি। সে নিশ্চয় এলিয়েন না। প্রতিদিন সে ভালো খেলবে না। আজ খেলেছে। প্রতিদিন মানুষের এক রকম যায় না। সে একজন মানুষ। খারাপ সময় তার যেতেই পারে। আর মানুষ মাত্রই খারাপ-ভালো, ভুল-ত্রুটি থাকে।’

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলেই স্বপ্নের ফাইনাল।

সে ম্যাচ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, ‘শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, সেভাবে খেললে টি-টোয়েন্টিতেও আমরা হয়তো ওয়ানডের মতো ভালো খেলবো। এ সংস্করণে আমরা ভালো খেলতাম না; এখন হঠাৎ করেই সেখানে আমরা খুব ভালো দল হয়ে যাবো না। এটাই স্বাভাবিক। গত দুটি ম্যাচ আমরা যেভাবে খেললাম, আশা করি এ ভাবে খেললে পরের ম্যাচে (পাকিস্তানের সঙ্গে) আমরা ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপের আগে যে কয়টা ম্যাচ আছে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।