রাঙ্গামাটি আইনজীবী সমিতির সভাপতি পাম্পু সম্পাদক তোষণ


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি অ্যাড. প্রতিম রায় পাম্পু ও সাধারণ সম্পাদক তোষণ চাকমা নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টায় সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনারের অ্যাড. মামুনুর রশিদ মামুন এ ফলাফল ঘোষণা করেন।

কমিশনার মামুনুর রশিদ জানান, নির্বাচনে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সুব্রত হাওলাদার, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ আবদুল গাফফার মুন্না, সাংস্কৃতিক সম্পাদক মাকসুদা হক, নির্বাহী সদস্য উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সেলিমা ওয়াহেদ, সৃজনী চাকমা, শহীদুল ইসলাম ও আবচার আলী নির্বাচিত হয়েছেন।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।