‘স্টেপ অন টু পেডিয়েট্রিকস্’ বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশ
শৈশবকালীন রোগব্যাধি সম্পর্কে এমবিবিএস (স্নাতক) শিক্ষার্থীদের সম্যক ধারণা দিতে ‘স্টেপ অন টু পেডিয়েট্রিকস্’ এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রখ্যাত দুই শিশু বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের নিওনেটাল বিভাগের অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুন নাহার সম্পাদিত বইটি সর্বপ্রথম ২০১০ সালে প্রকাশিত হয়।
জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ডা. আবিদ হোসেন মোল্লা জানান, চিকিৎসা শিক্ষার স্নাতক (এমবিবিএস) ও স্নাতকোত্তর (এমডি, এফসিপিএস, এমসিপিএস, ডিপ্লোমা) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেশীয় লেখকদের বইপুস্তুকের সংখ্যা খুবই কম। ইতোপূর্বে ২০০৬ সালে জাতীয় অধ্যাপক এম আর খান ও অধ্যাপক ডা. এখলাসুর রহমান সম্পাদিত এসেন্স অব পেডিয়েট্রিকস্ বইটি প্রকাশিত হয়। এ বইটি স্নাতক ও স্নাতকোত্তর উভয় শিক্ষার্থীদের জন্য লেখা হলেও স্নাতকের চেয়ে স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীরাই বেশি ব্যবহার করে আসছিলেন।
তিনি আরো জানান, শৈশবকালীন বিভিন্ন রোগব্যাধি (ডায়রিয়া, নিউমোনিয়া, থ্যালাসেমিয়া, অপুষ্টি, নিওনেটাল জন্ডিস, ইনফেকশন ও জন্ডিস) সম্পর্কে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার ভিত্তি যেন মজবুত হয় সে লক্ষ্যেই বিভিন্ন রোগের উদাহারণ দিতে এ বইটিতে পাঁচ শতাধিক দেশীয় ছবি ব্যবহার করা হয়েছে। এ বইটি ‘প্রবলেম বেইজড’। কীভাবে রোগের উপসর্গ ধরে ধারাবাহিকভাবে কী পরীক্ষা কীভাবে করতে হবে, কী চিকিৎসা দিতে হবে তা সাবলীল ভাষায় লেখা হয়েছে।
শিক্ষার্থীদের নিজস্ব মূল্যায়নের জন্য প্রতিটি অধ্যায়ের শেষে এমসিকিউ প্রশ্ন ও উত্তর রয়েছে বলেও জানান তিনি।
এমজেড/এনএফ/এবিএস