ফরিদপুরে ১৩ ইউপিতে নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০৭:২৮ এএম, ০১ মার্চ ২০১৬

ফরিদপুরে সদর উপজেলার ১১টি এবং বোয়ালমারী থানার ২টি ইউনিয়নসহ মোট ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন করার দাবিতে দুই উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকারের আদেশে বলা হয়, ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। সেহেতু ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা পুনর্গঠন না হওয়া পর্যন্ত সদর উপজেলার কানাইপুর, কৈজুরী, গেরদা, আলীয়াবাদ, অম্বিকাপুর, ডিক্রিরচর, মাচ্চর, চরমাধবদিয়া, কৃষ্ণনগর, ঈশানগোপালপুর ও নর্থচ্যানেল এবং পাশ্ববর্তী বোয়ালশারী উপজেলার চাঁদপুর ও দাদপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ শাখার সিনিয়র সহকারি সচিব সৈয়দ মো. নূরুল বাসিরের স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রস্তাবিত ফরিদপুর সিটি কর্পোরেশনের জন্য ১৩টি ইউনিয়নের নাম প্রস্তাব করা হয়েছিলো। সে কারণে স্থানীয় সরকার বিভাগ ইপ-১ শাখা থেকে একটি আদেশ আমরা পেয়েছি। সে অনুযায়ী ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ওই সব ইউনিয়নে আসন্ন নির্বাচন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তরুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।