টাঙ্গাইলে জমিদার বাড়ির জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ মার্চ ২০১৬

টাঙ্গাইলের ঐতিহাসিক করটিয়া জমিদার বাড়ির সুপ্রাচীন দেয়াল ভেঙে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটি। মঙ্গলবার দুপুরে করটিয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটি করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক শাহজাহান আনসারী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল হক তালুকদার, সরকারি সা’দৎ কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক খালিদ সাইফুদ্দিন জুয়েল, সরকারি সা’দৎ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আনসারী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক আঞ্চলিক সভাপতি আবুল কালাম আজাদ, করটিয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

Manob-bandhon

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, করটিয়ার জমিদার বাড়ির স্থাপত্য শিল্প ঐতিহাসিক মর্যাদা বহন করে। শতাধিক বছরের পুরানো এই বাড়ির ঐতিহ্য সারাদেশে সবার কাছে গুরুত্ব রয়েছে। কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই বাড়ির দেয়াল ভেঙে জায়গা দখলের পায়তারা করছে। এদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।