ম্যাচসেরা সৌম্য সরকার


প্রকাশিত: ১১:০৬ পিএম, ০২ মার্চ ২০১৬

এশিয়া কাপের ফাইনালে ওঠার ম্যাচে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হার্টহিটার ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফিরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের দারুণ জয় তুলে নেয় টাইগার বাহিনী।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান সংগ্রহ করেন সৌম্য। ৫টি চার ও একটি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তবে এশিয়া কাপের আগের তিন ম্যাচে তেমন জ্বলে উঠতে পারেননি এই হার্টহিটার।

কাগজে কলমে ইনিংসটি টি-টোয়েন্টি সুলভ না হলেও ম্যাচের হিসেবে সেরা ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপের ফাইনালের আগে সৌম্যের এমন ফেরা দলের জন্য সুসংবাদই।

আগামী ৬ মার্চ একই স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলছে বাংলাদেশ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।