বেক্সিমকো ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন প্যানথার ইলেভেন


প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ মার্চ ২০১৬

সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত বেক্সিমকো ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথার ইলেভেন। শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ফাইনালে  ব্লেজিং স্ট্রাইকারসকে ১১ রানে হারিয়ে জয়ী হয় তারা।    

বেক্সিমকো গ্রুপের রিটেইলার ব্র্যান্ড ইয়েলো’র আয়োজনে বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ১০০ রান করে প্যানথার ইলেভেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মো: মিঠু। জবাবে ব্যাট করতে নেমে ব্লেজিং স্ট্রাইকারস নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৯ রান।  

খেলা শেষে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান পদ্মা টেক্স এর প্রধান নির্বাহী মো: হাসেম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্যানথার ইলেভেনের ব্যাটসম্যান মো: মিঠু।

এর আগে গত ৩ মার্চ বেক্সিমকো গ্রুপে কর্মরত ১০ টি দলের অংশ গ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় বেক্সিমকো ক্রিকেট লিগ ২০১৬।

আল মামুন/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।