টিকিট না পেয়ে রাস্তা দখল করেছে ক্রিকেটপ্রেমীরা


প্রকাশিত: ১১:২২ এএম, ০৬ মার্চ ২০১৬

প্রত্যাশিত টিকিট না পেয়ে দুপুরের পর থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন টাইগার সমর্থকরা। রাস্তায় অবস্থানের কারণে স্টেডিয়ামের আশপাশের এলাকায় যানচলাচল সীমিত হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, টিকিট পাননি এমন উৎসুক ক্রিকেটপ্রেমীদের অবস্থানের কারণে মিরপুর ১০ নং মোড় থেকে ১ ও ২ নম্বরের দিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে পড়েছে। টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মাঝে মাঝে তারা স্লোগানও দিচ্ছেন।   

স্টেডিয়ামের দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়েছেন এমন কয়েকজন ক্রিকেটপ্রেমীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, টিকিট না পেলেও মাঠের বাইরে অবস্থান নিয়ে টাইগারদেরকে অরুপ্রেরণা দেবেন তারা। লাল-সবুজের জার্সি পরা এই ক্রিকেট ভক্তদের মুখে অসহায়ত্বের ছাপও লক্ষ্য করা গেছে।

মিরপুর ১০ নম্বরেই থাকেন নিজামুল ইসলাম। ৪০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি তিনি। তারপরও আবেগ ধরে রাখতে না পেরে স্টেডিয়ামের পাশে এসে অবস্থান নিয়েছেন। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ক্রিকেটকে ঘিরে আমার অনেক আবেগ-উচ্ছাস।  তাই টিকিট না পেলেও স্টেডিয়ামের পাশে এসে অবস্থান নিয়েছি।

এমএম/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।