স্টেডিয়াম এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৬ মার্চ ২০১৬

দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এ নিয়ে চারদিকে শুরু হয়েছে দারুণ উত্তেজনা। তবে উত্তেজনাকে ছাপিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে নিরাপত্তা জনিত কারণে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে এলাকার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।

SHOTORKO

এদিকে, সন্ধ্যা সাড়া ৭টায় খেলা শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকে প্রবেশদ্বারগুলোতে ভিড় করেছেন ক্রিকেটপ্রেমীরা। আর তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলতা এড়াতে এই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।