খেলা হবে ১৫ ওভারের


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

নির্ধারিত সময় সাড়ে ৭টায় খেলা শুরু করতে না পারার কারণে ধারণাই করা হচ্ছিল, এশিয়া কাপের ফাইনাল হচ্ছে কার্টেল ওভারের। তবে, সবাই অপেক্ষায় ছিলেন, কত ওভার কেটে নেয়া হবে, তা জানার জন্য। অবশেষে জানা গেছে, খেলা শুরু হবে সাড়ে ৯টায় এবং খেলা হবে ১৫ ওভারের।

খেলা ৫ ওভার করে কমিয়ে আনার কারণে বোলারের বোলিংও কমে আসছে। অথ্যাৎ প্রতিজন বোলার বল করতে পারবেন ৩ ওভার করে। আর ফিল্ডিংয়ের রেস্ট্রিকশন রাখা হয়েছে ৫ ওভারের জন্য।

এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হঠাৎ করেই আঘাত হানে দমকা ও ঝড়ো হাওয়া। সঙ্গে সঙ্গে নামে প্রচণ্ড বৃষ্টি। এর মিনিট খানেক পর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। ফলে পুরো মাঠ আর কভার দিয়ে ঢাকতে পারেনি গ্রাউন্ডসম্যানরা।

বৃষ্টি আশঙ্কায় আগে থেকেই কভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল উইকেট; কিন্তু বৃষ্টি হবে না ভেবেই গ্রাউন্ডসম্যানরা ৬টা ১৮ মিনিটের দিকে উইকেটের কভার মুক্ত করেন এবং এর মিনিট দুই পরেই হঠাৎ করেই ঝড়ো হাওয়া আঘাত হানলে উড়িয়ে নিয়ে যায় কভার। গ্রাউন্ডসম্যানরা অনেক সংগ্রাম করে প্রায় দশ মিনিট প্রচেষ্টার পর ঠিক করে কভার। ফলে উইকেট ঢাকতে পারলেও পুরো মাঠের অধিকাংশই অনাবৃত থাকে। ৬টা ৩৮ মিনিটের দিকে স্টেডিয়ামের দক্ষিণ কোনের ফ্লাইড লাইট জ্বলে উঠে।

৭.৪০টার দিকে থামে বৃষ্টি। তখনই জানা যায়, রাত সাড়ে ৮টায় প্রথম পর্যবেক্ষণ করার জন্য মাঠে নামবেন আম্পায়াররা। সাড়ে ৮টায় আম্পায়াররা মাঠে নেমে জানান, পৌনে ৯টায় আবারও ইন্সপেকশনে নামবেন। দ্বিতীয়বার ইন্সপেকশনে নেমে রাত ৯টায় তারা ঘোষণা করেন, খেলা শুরু হবে সাড়ে ৯টায়।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।