মিরপুর-১০ যেন আরেকটি স্টেডিয়াম


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৬ মার্চ ২০১৬

বাংলাদেশ-ভারত ফাইনাল খেলার টিকিটের জন্য তৈরি হয়েছিল হাহাকার। টিকিট না পেয়ে মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি অনেকেই।

মাঠে ঢোকার টিকিট পাননি তাতে কী? প্রত্যাশিত বাংলাদেশের বিজয় উল্লাসের সাক্ষী হতে মিরপুর ১০ নম্বর চত্বর সংলগ্ন রাস্তায় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

মাঠের উল্লাসের মজা মাঠের বাইরেও পেতে এ আয়োজন তাদের। সেখানে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারে পুরো এলাকা কাঁপিয়ে তোলা হচ্ছে।   

এরআগে সব শংকা কাটিয়ে রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ ফাইনাল। তবে ৫টি করে ওভার কেটে নেয়া হয়েছে। অর্থাৎ খেলা হবে ১৫ ওভারের। ফিল্ডিং রেস্ট্রিকশন ৫ ওভার করে। প্রতি বোলার বল করতে পারবেন ৩ ওভার করে।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।