মাঠে টাইগাররা আর বাইরে সবাই!
এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগাররা জিততে পারলেই নতুন ইতিহাস রচনা হবে বাংলাদেশের ক্রিকেটে। টাইগাররা খেলছে মাঠে, আর মাঠের বাইরে সবাই প্রস্তুত ইতিহাসের স্বাক্ষী হতে।
এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা।
মাঠে ঢোকার টিকিট পাননি তাতে কী? প্রত্যাশিত বাংলাদেশের বিজয় উল্লাসের সাক্ষী হতে পুরো রাজধানীর অলিগলিতে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছেন এই ক্রিকেটপ্রেমীরা।
মাঠের উল্লাসের মজা মাঠের বাইরেও পেতে এ আয়োজন তাদের। সেখানে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারে পুরো এলাকা কাঁপিয়ে তোলা হচ্ছে।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর সেই ইতিহাসের সাক্ষী হতে চায় সবাই।
এশিয়া কাপের শিরোপা জিততে হলে ভারতকে ১২০ রানের আগে বেধে ফেলতে হবে বাংলাদেশকে।
এএস/বিএ