বাজে ফিল্ডিংয়েই হারলো বাংলাদেশ
ম্যাচ জিততে হলে তিন ডিপার্টমেন্টেই ভালো খেলতে হবে। শুধু ব্যাটিং-বোলিং ভালো করলেই হবে না। ফিল্ডিংটাও ভালো না করলে ম্যাচ বের হয়ে যাবেই হাত থেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো দুর্দান্ত ফিল্ডিং না করলে হেরে যাওয়াটা অবধারিতই।
সেই মিস ফিল্ডিংয়ের মহড়াই যেন দিলো বাংলাদেশ। একের পর এক মিস ফিল্ডিংয়ের কারণে, আবারও স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো বাংলাদেশের। দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে উঠলেও স্বপ্নের শিরোপার ছোঁয়া আর পেলো না।
আল আমিন শুরুটা করে দিয়েছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছিলেন রোহিত শর্মাকে। এরপরই বাজে ফিল্ডিং শুরু বাংলাদেশের। মাঠ ভেজা ছিল, কুয়াশা পড়েছিল, ঠিকমতো দৌড়ানো যাচ্ছিলো না। এসবই হয়তো অজুহাত হতে পারে। কিন্তু ভারতও এই মাঠে ফিল্ডিং করেছে। হাফ চান্সগুলো কাজে লাগিয়ে রান আটকেছে।
কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা হাফ চান্স কাজে লাগানো তো দূরে থাক, কোনো কোনো বলকে হাত দিয়েই যেন ঠেলে দিয়েছে বাউন্ডারির বাইরে। আবু হায়দার রনিকে বোলিংয়ে আনার পর প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি খেয়েছেন তিনি। তিনটিতেই ক্যাচের সম্ভাবনা তৈরি হয়েছিল; কিন্তু দুর্ভাগ্য। একবারও তালুবন্দি করতে পারলেন না কোনো ফিল্ডার।
ম্যাচজুড়েই দেখা গেছে অনেকগুলো বল হাত ফসকে কিংবা নাকের ডগা দিয়ে চলে গেছে মাঠের বাইরে। মিস ফিল্ডিংয়ের কারণে কম করে হলেও ২৫ থেকে ৩০টি রান বেশে করতে পেরেছে ভারত। এতগুলো রান টি-টোয়েন্টিতে যদি বেশিই আসে, তাহলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাটাই বরং অন্যায়।
আইএইচএস/বিএ