আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের


প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ মার্চ ২০১৬

নাহ, পারলো না বাংলাদেশ। ২০১২’র সেই হৃদয় ভঙ্গ করা ফাইনালের সেই স্মৃতি আবারও বাংলাদেশকে উপহার দিল ভারত। স্বপ্নের এশিয়া কাপের ফাইনালে উঠে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে শিরোপাটাও হাতছাড়া করে ফেললো বাংলাদেশ।

ভারতের সামনে ১২০ রানের অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও একের পর এক মিস ফিল্ডিংয়ের কারণে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। উল্টো ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ৬ষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতে গেলো ভারত।

ভারতের এই জয়ে সবচেয়ে বেশি অবদান শিখর ধাওয়ানের। ভারতীয় এই ওপেনারের ব্যাট থেকেই এলো ৪৪ বলে ৬০ রান। ৯টি বাউন্ডারি মেরেছেন তিনি। সঙ্গে একটি ছক্কা। বিরাট কোহলি করেন ৪১ রান।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এমনিতেই গ্রেট ফিনিশার। এশিয়া কাপের ফাইনালে তিনি আল আমিনকে ছক্কা মেরে জিতিয়ে দিলেন ভারতকে। ৬ বলে তিনি করেন ২০ রান।

১২০ রানের লক্ষ্য। মাত্র ১৫ ওভারে। ফাইনাল জিততে হলে বাংলাদেশের দুর্ধর্ষ বোলিংকে মোকাবেলা করে এই কঠিন লক্ষ্যে পৌঁছাতে হবে ভারতকে। প্রথম ওভারেই তাসকিনের গতিময় বোলিংয়ে পরাস্ত হতে দেখা গেছে ভারতীয় ব্যাটসম্যানদের।

তবে দ্বিতীয় ওভারে বল করতে আসেন আল আমিন হোসেন। এশিয়া কাপজুড়েই দেখা গেছে আল আমিন প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিয়েছেন। এবারও ব্যতিক্রম নয়। ব্রেক থ্রু এনে দিলেন তিনি। নিজের ওভারের তৃতীয় বলেই তার আউট সুইংয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা।

এরপরই জুটি বেঁধে দাঁড়িয়ে যান কোহলি এবং ধাওয়ান। ১১.১ ওভার ব্যাট করে তারা গড়েন ৯৪ রানের জুটি। শেষ পর্যন্ত ১২.৪ ওভারে তাসকিনের বলে সৌম্য সরকারের এক দুর্দান্ত ক্যাচে পরিণত হন শিখর ধাওয়ান। কিন্তু কোহলি আর আউট হলেন না। ২৮ বলে ৪১ রানে অপরাজিত থেকে যান কোহলি।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।