যুবাদের কাছ থেকেই উৎসাহ নিচ্ছেন স্যামি


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৯ মার্চ ২০১৬

২০১২ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মাঠের বাইরে নিজেদের ক্রিকেট বোর্ডের সাথে নানান ঝামেলায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজকে এবার অনেকেই ফেভারিটের তালিকায় রাখতে নারাজ। আত্মবিশ্বাসের কমতি থাকলেও এবার ওয়েস্ট ইন্ডিজ তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে সদ্যই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ যুব দল।

২০১৬ সালে বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ যুব দল। সেই যুব দল থেকেই অনুপ্রেরণা নেওয়ার কথা জানালেন এই মারকুটে ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসে সংবাদ সম্মেলনে দেয়া এক সাক্ষাৎকারে স্যামি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অনুর্দ্ধ-১৯ দলের বিশ্বকাপ জয় আমাদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কোন দেশ যখন কোন বড় কোন টুর্নামেন্টে সাফল্য পায় তখন সেটা দেশ, জাতির জন্য সবসময় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।’ গত বছর ভারতের বিপক্ষে সিরিজের মাঝ পথে দেশে ফিরে যাওয়ার পর এটাই স্যামিদের প্রথম ভারতে আসা।

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দল নিয়েও কথা বলেন স্যামি। স্যামি বলেন, ‘যতটুক জানি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালে। আমাদের দলের অনেকেই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছে। স্বভাবতই তারা আগামী বিশ্বকাপে সেরা ফর্মে থাকবেনা। আমরা শুধু জয় নিয়ে চিন্তা করছি। আশা করছি আমরা সেটা পারবো।’

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।