নির্বাচক কমিটিকে বরখাস্ত করলো পাকিস্তান


প্রকাশিত: ১১:২৩ এএম, ১০ মার্চ ২০১৬

বর্তমানে সবচেয়ে আলোচিত ক্রিকেট বোর্ড হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের এক একটি কর্মকান্ড এক একটি হাসির খোঁড়াক যোগায় ক্রিকেট বিশ্বকে। এবার এশিয়া কাপে দলের খারাপ পারফর্মেন্সের জন্য পাকিস্তানের সিনিয়র-জুনিয়র নির্বাচক কমিটির সবাইকে বরখাস্ত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির স্পেশাল কমিটির রিপোর্টে বলা হয়, ‘এশিয়া কাপে দলের খারাপ পারফর্মেন্সের জন্যেই ঐ কমিটিকে বাদ দেয়া হয়েছে।’ স্পেশাল কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবির গভর্নিং বডির সদস্য শাকিল শেইখ, টেস্ট ক্রিকেটার মিসবাহ-উল-হক এবং ইউনুস খান।

সিনিয়র-জুনিয়র নির্বাচক কমিটিকে বাদ দিয়ে সদ্যই অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে নতুন নির্বাচন কমিটি। খারাপ ক্রিকেটার নির্বাচনের কারণে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান ঐ কমিটির উপর নানা কারণে মনঃক্ষুণ্ণ ছিলেন। আবার পিসিবির কার্যনির্বাহী কমিটির প্রধান এবং পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠী পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক এবং কোচ ওয়াকার ইউনুসকেই অপসারণের দাবি জানিয়েছেন।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত দলের জন্য বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এসপি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।