দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন!


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১০ মার্চ ২০১৬

জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও নিজের ক্রিকেট ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেই। সেই ইংল্যান্ডই তাকে বাজে ফর্মের অজুহাত দেখিয়ে দল থেকে সরিয়ে দিয়েছে। দল থেকে বাদ যাওয়ার পর বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন হার্ড হিটার ব্যাটসম্যান কেভিন পিটারসেন। রয়েছেন নিজের সেরা ফর্মেও কিন্তু তাতেও জাতীয় দলের দাঁড় তার জন্য এখনো বন্ধ রয়েছে।

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য তার ভক্তরা তাকে টুইট করেছে। যদিও ২০১৮ সালের পর পিটারসেন চাইলে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারবেন।

টুইটারে ভক্তদের এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত পিটারসেনের কাছে জানতে চান, তিনি ইংল্যান্ডের বাইরে অন্য কোন দেশের হয়ে খেলার কথা চিন্তা করছে কিনা। জবাবে পিটারসেন বলেন, তিনি আপাতত দক্ষিণ আফ্রিকায় এই গ্রীষ্মে হওয়া র্যা ম স্লাম টি-টোয়েন্টিতে ভালো করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বছরের শেষে বিগ ব্যাশেও ভালো করতে চান। এখন দেখার বিষয় পিটারসেন ইংল্যান্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেন কিনা!

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।