যশোরে জলকন্যা শিলাকে সংবর্ধনা


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ মার্চ ২০১৬

১২তম সাউথ এশিয়ান গেমসে সাঁতারের ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট ইভেন্ট-এ স্বর্ণপদক জয়ী মাহফুজা আক্তার শিলাকে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জনতা ব্যাংক যশোর এরিয়া অফিসে এ সংবর্ধনা দেয়া হয়।

ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কবির আহম্মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের যশোর এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক শামছুজ্জামানের সভাপতিত্বে ব্যাংকের ঝিনাইদহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক রমজান বাহার, মাহফুজা আক্তার শিলার পিতা আলী আহম্মদ গাজী, মাতা মোছা করিমননেছা, দুই বোন নীলা ও তোরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি মহাব্যবস্থাপক কবির আহম্মদ জলকন্যা মাহফুজা আক্তার শিলার হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপত্র পাঠ করেন ব্যবস্থাপক আশরাফুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে মাহফুজা আক্তার শিলাকে যশোর তথা বাংলাদেশের গৌরব হিসেবে অভিহিত করেন।

সংবর্ধনার জবাবে জলকন্যা মাহফুজা আক্তার শিলা জনতা ব্যাংকের যশোর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।