শিশুদের সঙ্গে টাইগাররা
বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোনো ম্যাচ ছিল না। তবে ধর্মশালায় অনুশীলন করেছিল মাশরাফি অ্যান্ড কোং। অনুশীলনের পর ধর্মশালায় ইউনিসেফের একটি প্রোগ্রামে অংশ নেন টাইগাররা। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বেশ সময় কাটালেন তারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে শিশুদের বিনোদিত করার চেষ্টা করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
এ প্রোগ্রামে অংশ নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, নুরুল হোসেন সোহান, আবু হায়দার রনি এবং সৌম্য সরকার। তারা সেখানে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেন। টেনিস বল দিয়ে তাদেরকে বোলিং করেন হালের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। এছাড়াও তাদের ব্যাটিং করার কৌশল দেখান সৌম্য, সোহান, মুশফিকরা। শুধু বাংলাদেশই নয় একই দিনে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও শিশুদের সঙ্গে সময় কাটান।
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। তবে জয়ের পর বড় দুঃসংবাদ পেতে হয়েছে বাংলাদেশ দলকে। দলের অন্যতম সেরা দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। আজ রাত আটটায় আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আরটি/আইএইচএস/এমএস