স্কাইপ থাকছে না স্মার্ট টিভিতে


প্রকাশিত: ০৫:০৪ এএম, ১২ মার্চ ২০১৬

স্মার্ট টিভিতে নিজদের সেবা বন্ধ করে দিচ্ছে স্কাইপ। তবে চলতি বছর জুন পর্যন্ত এই সেবা চালু রাখা হবে। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা ভিডিও কলের ক্ষেত্রে স্মার্ট টিভির চেয়ে মোবাইল বা ট্যাব ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এ কারণেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা।

স্মার্ট টিভিগুলোতে এই সেবা রাখা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করবে টিভি নির্মাতাদের উপর। তারা চাইলে এটি সরিয়ে দেবেন, অন্যথায় অসমর্থিত এই সেবা তাদের ডিভাইসে রেখে দেবেন।

এদিকে চলতি বছর ২ জুন থেকে নিজেদের স্মার্ট টিভিতে স্কাইপ না রাখার ঘোষণা দিয়েছে স্যামসাং।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।