মালয়েশিয়ায় শ্রম চুক্তি বাতিল সরকারের ব্যর্থতা
মালয়েশিয়ায় শ্রম চুক্তি বাতিলের বিষয়টিকে সরকারের ‘অদক্ষতা, ব্যর্থতা ও অদূরদর্শিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রখ্যাত রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
মওদুদ বলেন, মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ১৫ লাখ লোক নেয়ার চুক্তি বাতিল করা হয়েছে। সরকারের ব্যর্থতার মূল কারণ হচ্ছে কোন জবাবদিহিতা নেই।
দেশে শাসন আছে কিন্তু সুশাসন নেই উল্লেখ করে মওদুদ আরো বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সুশাসন ভুলণ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে হাজার হাজর কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক থেকে সরকারের মদদে জনগণের অর্থ চুরি করেছে। কোনটারই বিচার না হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যাংক খালী হয়েছে। শুধু তাই নয় এখন তারা থাবা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। রির্জাভ ফান্ডের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গেছে।
ভুল ব্যাখার মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার চলছে দাবি করে দলের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক মধ্যপন্থি দল। মুক্তিযোদ্ধার চেতনায় উদ্ধুদ্ধ দল। জঙ্গিবাদ, মন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করি। বিএনপি ক্ষমতায় গেলে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে বিশেষ কর্মসূচি গ্রহণ করবো। এসব কখনোই বরদাস্ত করা হবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন বিএনপির কোনো আন্দোলন কর্মসূচি নেই। তারপরেও চরম নৈরাজ্য চলছে। শিশু হত্যা চলছে। দেশে কোন আইনশৃঙ্খলা বাহিনী নেই। দেশে এমন কোন সরকার নেই যে এগুলো রোধ করতে পারে।
তিনি বলেন, কার্গো বিমান বন্ধ করে দিয়েছে বিট্রিশ সরকার এবং তারা সরকারকে সতর্ক করে দিয়েছে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দিবে। এর ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাতে মনে হয় দেশে কোন সরকার নাই।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘জানিনা কেন জানি বিএনপির সঙ্গে মশিয়ূর রহমান যাদু মিয়ার পরিবারের একটা বিচ্ছিন্ন অবস্থা। এটা কি তার পরিবারের কারণে নাকি বিএনপির কারণে বুঝতে পারছি না।’
বিএনপির যুগ্ম মহাসচিব শাজাহান বলেন, ‘বিএনপি নিয়ে সাধারণ মানুষ যতটা না সমালোচনা করে তার দলের নেতাকর্মী এবং বুদ্ধিজীবীরা বেশি সমালোচনা করেন।’ তিনি বলেন, ‘দলের নবীনদের শক্তির পাশাপাশি অভিজ্ঞদের নির্দেশনা অপরিহার্য।
আয়োজক সংগঠনের আহ্বায়ক মো.শামসুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, নগর গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দীন আহমেদ মনি, যাদু মিয়ার মেয়ে মিসেস রীতা প্রমুখ।
এমএম/এসকেডি/আরআইপি