ধর্মশালায় বৃষ্টির কবলে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ মার্চ ২০১৬

আজও কী তবে বৃষ্টিতে ভেসে যাবে বাংলাদেশ-ওমান ম্যাচ! ধর্মশালার বৈরী আবহাওয়া আজও চেপে বসেছে। শুক্রবার নেদারল্যান্ডস-ওমান ম্যাচের পর বৃষ্টিতে ভেসে গিয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ডস ম্যাচও। ওই সময়ই জানা গিয়েছিল, বৈরী আবহাওয়া বিরাজ করবে পরবর্তী দু’দিনও। শেষ পর্যন্ত তাই হচ্ছে। বৃষ্টির কবলে পড়েছে আজ দিনের প্রথম ম্যাচটি।

শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টির কারণে ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচই অনুষ্ঠিত হতে পারেনি। নেদারল্যান্ডস-ওমান ম্যাচে টস হয়েছিল। শেষ পর্যন্ত একটি বলও মাঠে না গড়িয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে পৌনে ২ ঘণ্টা অপেক্ষার পর কার্টেল ওভারে (১২ ওভার করে) ম্যাচ শুরু হলেও, খেলা হয়েছিল মাত্র ৮ ওভার। বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান তোলার পর আবারও নামে বৃষ্টি। ফলে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্তই ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

ওই দুই ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হয় ‘এ’ গ্রুপের চারটি দলকেই। ফলে ওইদিনই বিদায় নিশ্চিত হয়ে যায় আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের। বাছাই পর্বের শেষ দিন মর্যাদা রক্ষার লড়াইয়েই মুখোমুখি হচ্ছিল আইরিশ আর ডাচরা। কিন্তু সাড়ে ৩টায় শুরুর কথা থাকলেও, বৃষ্টির কারণে খেলাটি এখনও মাঠে গড়ায়নি। এ রিপোর্ট লেখার সময়ও (৪.৩৫ মিনিট) বৃষ্টি হচ্ছে। যদি ৫.২০ পর্যন্ত বৃষ্টি না থামে, তবে আবারও ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে।

বৃষ্টির আগে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচটিতে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে অবশ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।