অস্ত্রোপচারে বদলে গেল পরিচয়: ইসরাত এখন ইসরাত জাহান
টাঙ্গাইল সদরের রশিদপুরের উজানপাড়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ও শাহনাজ পারভীন দম্পতির সাড়ে তিন বছরের শিশু সন্তান ইসরাত। সপ্তাহখানেক আগেও বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি সবাই তাকে ছেলে হিসাবে জানলেও শৈল্য চিকিৎসকের একটি অস্ত্রোপচারে বদলে গেছে তার নাম, লিঙ্গ।
এখন তার নাম ইসরাত জাহান, সে এখন মেয়ে শিশু। বর্তমানে ইসরাত জাহান বাংলা মোটরের পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির বাবা-মা প্রথমে কিছুতেই শিশুটির পরিচয় ছেলে থেকে মেয়ে হোক, তা মেনে নিতে চাইছিলেন না। চিকিৎসকের কাছে বার বার লিঙ্গ বদল না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের পরামর্শে ভবিষ্যতের কথা ভেবে সন্তানের লিঙ্গান্তরের বিষয়টি ভাগ্যলিপি হিসেবে মেনে নিয়েছেন।
ঢাকা শিশু হাসপাতালের পেড্রিয়েট্রিক সার্জন (ইউরোলজি) অধ্যাপক আবদুল আজিজ জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, কিছুদিন আগে শিশুটির বাবা-মা বারডেম হাসপাতালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগে দেখাতে আসলে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে শিশু সার্জনের কাছে রেফার করেন। তিনি জানান, পদ্মা জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে শিশুটিকে নিয়ে আসলে তিনি প্রথমে সম্পূর্ণ পেটের (হোল অ্যাবডোমেন) আলট্রাসনোগ্রাম ও এক্সটারনাল জেনিটাল অরগান পরীক্ষা করেন।
পরবর্তীতে কেরিওটাইপিং পরীক্ষা করে নিশ্চিত হন জম্মগতভাবে শিশুটির লিঙ্গ থাকলেও অণ্ডকোষ ও শুক্রথলি নেই। তবে মেয়েদের মতো ডিম্বাশয় ও জরায়ু রয়েছে।
পরীক্ষানিরীক্ষা শেষে তিনি শিশুটির বাবা-মাকে ডেকে জানিয়ে দেন অস্ত্রোপচারের মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করতে হবে। এ দম্পতির প্রথম সন্তানটি মেয়ে থাকায় তারা প্রথমে ছেলে সন্তানকে মেয়ে হিসেবে লিঙ্গান্তর করতে রাজি হননি। এখন সার্জারি না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে শুনে পরে তারা রাজি হন। গত সপ্তাহে শিশুটির সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে শিশুটি সুস্থ হয়ে উঠছে।
এমইউ/এনএফ/পিআর