মাদারীপুর সদর উপজেলায় প্রতীক বরাদ্দ


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৪ মার্চ ২০১৬

মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার সকাল থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতীক বরাদ্দ উপলক্ষে সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রতীক নিচ্ছেন। এজন্য নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। নির্বাচনে সদর উপজেলার ১৫ ইউনিয়নে আ.লীগে ১৫ জন, একই দলের ১৩ জন বিদ্রোহী ,বিএনপির ৬ জন ও ১৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এদের মধ্যে ঝাউদি ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. সিরাজুল ইসলাম আবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ৩৮২ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১৩ জন প্রার্থী রয়েছেন।
 
মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ঝাউদি ইউনিয়নে একজন মাত্র প্রার্থী হওয়ায় আ.লীগ মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম আবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।