পাকিস্তানের ভালোর জন্যে আফ্রিদির ভারতপ্রীতি!


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৫ মার্চ ২০১৬

বিতর্কের জন্ম দেয়া পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি আবারো নতুন করে বিতর্কে জড়ালেন। নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা না চেয়ে উল্টো সেটাতে পাকিস্তানের ভালো বলে উল্লেখ করেছেন শহিদ আফ্রিদি।

ভারত পৌঁছে কলকাতায় দেয়া এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছিলেন, ‘পাকিস্তানের থেকেও আমি ভারতে বেশি ভালোবাসা পাই।’ আফ্রিদির এমন উক্তিতে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটাঙ্গনে। স্বদেশী ক্রিকেটার থেকে শুরু করে সে দেশের ক্রিকেটপ্রেমীরাও মজেছেন আফ্রিদির  সমালোচনায়। লাহোরের একটি আদালতে আফ্রিদির বিরুদ্ধে লিখিত নোটিশও প্রেরণ করা হয়।

কিন্তু এতোকিছুর পরেও সেদিকে নজর দিচ্ছেন না আফ্রিদি। মুখে লাগাম দেয়ার কথা ভুলে গিয়ে এবার বললেন, ‘দয়া করে আমার মন্তব্যটিকে পজিটিভ হিসেবে নিন। আমার উদ্দেশ্য পাকিস্তানের ভালো। আমি শুধু বিশ্বকে একটি পজিটিভ মেসেজ দিতে চাচ্ছিলাম। আমাকে যদি বড় ক্রিকেটারদের নাম জিজ্ঞেস করা হয়, তাহলে আমি অবশ্যই ওয়াসিম, ইমজামাম, ওয়াকার এমনকি ইমরান খানের নামই বলবো।’

এর আগে সোমবার জাভেদ মিয়াঁদাদ আফ্রিদির বেফাঁস মন্তব্যে বিরক্তি প্রকাশ করে তার প্রতি লজ্জা জ্ঞাপন করেন।

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।