শুরুতেই সানির আঘাত
স্বপ্নের ইডেনে স্বপ্নের মতই শুরু করলো বাংলাদেশ। টস জিততে পারেনি বাংলাদেশ। তাতে কী, বাংলাদেশের বোলাররা আছে না। ইতিমধ্যে যারা নিজেদের বিশ্বসেরা হিসেবে প্রমাণ করেছে। সুতরাং, বাংলাদেশের বোলিংয়ে শুরুতেই উইকেট হারাবে পাকিস্তান, এটাই যেন ছিল অনুমিত।
ইনিংসের তৃতীয় ওভারেই স্পিনার আরাফাত সানিকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক মাশরাফি। ওভারের তৃতীয় বলেই শারজিল খানকে বোল্ড করে ফিরিয়ে দিলেন তিনি। ১০ বলে ১৮ রান করে শারজিল। পাকিস্তানের রান তখন ২৬।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩২। শেহজাদ ৭ এবং হাফিজ রয়েছেন ৬ রানে।
আইএইচএস/আরআইপি