কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টারউড কোম্পানির প্রথম চুক্তি


প্রকাশিত: ১০:০৭ এএম, ২০ মার্চ ২০১৬

১৯৫৯ সালের পর প্রথমবারের মতো কিউবার সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্রের হোটেল কোম্পানি স্টারউড সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী, মার্কিন এই কোম্পানি পুনঃসংস্কার করে কিউবার রাজধানী হাভানায় তিনটি হোটেল চালু করবে। খবর বিবিসির।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, আমাদের মান অনুযায়ী হোটেল স্থাপন করতে হাভানায় মাল্টি মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। দীর্ঘ ৯০ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম কিউবা সফরের আগে ওই চুক্তির কথা জানালো স্টারউড।

ওবামার এ ঐতিহাসিক সফর দুই দেশের দীর্ঘদিনের বৈরীতার বরফ গলাতে শুরু করেছে। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরও উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

কিউবা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। বিশেষ করে প্রেসিডেন্ট ওবামা যখন কিউবা ভ্রমণে তার দেশের নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন তখন থেকেই মার্কিন পর্যটকদের উপস্থিতি দেশটিতে বৃদ্ধি পাচ্ছে।

এসঅাইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।