বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২০ মার্চ ২০১৬

পারলো না জাহানারা-সালমারা। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত এবং ইংল্যান্ডের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো তারা। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে যাও একটু প্রতিরোধ গড়তে পেরেছিল শারমিন-সানজিদারা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটাও পারেনি। ৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয় ব্যাটসম্যানদের উড়ন্ত সূচনা এনে দেন হেইলি ম্যাথিউস এবং স্টেফানি টেলর। দুইজনকেই চল্লিশের কোটায় প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি বোলার নাহিদা আক্তার। শেষ দিকে কটিনের ঝড়ো ২৪ এবং স্টেচি-আন কিংয়ের ২০ রানের সুবাদে ১৪৮ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। বাংলাদেশের পক্ষে রোমানা ১টি এবং নাহিদা আক্তার ৩টি উইকেট নেন।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। নিগার সুলতানার ২৭ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানই বলার মত রান করতে পারেননি। ১৮.৩ বলে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। স্টেফানি টেলর ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ২৪শে মার্চ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।