গেইলকে মাঠেই নামতে দিলেন না আম্পায়ার! (ভিডিও)


প্রকাশিত: ০৭:১২ এএম, ২২ মার্চ ২০১৬

আম্পায়ার জোর করে আটকে রাখছেন ব্যাটসম্যানকে। দেখে মনে হবে হয়তো সিনেমার কোন ঘটনা। কিন্তু সেই ঘটনাই ঘটলো ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ক্রিস গেইলের মাঠে নামা নিয়ে মজার কাহিনী হয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করার পর এই ম্যাচেও দর্শকরা তার ব্যাটিং দেখার আগ্রহে বসে ছিল কিন্তু সবাইকে চমকে ওপেনিংয়ে নামেননি গেইল!

ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ক্যারিবিয়ান দানব ক্রিকেটার। সেই জন্য অনেকোটা সময় ফিল্ডিংই করতে পারেননি তিনি। বর্তমান নিয়ম অনুয়ায়ী একজন ক্রিকেটার যতটা সময় ফিল্ডিং করতে পারেননি, ব্যাট করার সময়ও ঠিক সেই সময়টা মেনে চলতে হবে। তাই গেইল ব্যাট করতে নামতে পারছিলেন না।

১৩তম ওভারে রামদিন যখন আউট হয়ে যান, তখন মাঠে নামতে চাইছিলেন গেইল। কিন্তু চতুর্থ আম্পায়ার ইয়ান গোল্ড তাকে ফেরত পাঠিয়ে দেন। আর এই ফেরত পাঠানোটা ছিল খুব মজার। গোল্ড প্রায় জোর করে তাকে জড়িয়ে ধরে ভেতরে ঢুকিয়ে দিয়ে আসেন। অথচ, গ্যালারি থেকে সেইসময় সমানে চিৎকার উঠছিল, উই ওয়ান্ট গেইল বলে!

ম্যাচ শেষে অবশ্য মাঠে চলে আসেন গেইল। এবং দর্শকদের উদ্দেশ্য করে তাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদও জানান।



আরআর/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।