মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের উপচে পড়া ভিড়


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৪ মার্চ ২০১৬

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের প্রচণ্ড ভিড়। হিমশিমে পড়েছেন দূতাবাসের সংশ্লিষ্টরা। গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে চলছে ডিজিটাল পাসপোর্টের কার্যক্রম। প্রবাসীদের সুবিধার্থে গঠন করা হয়েছে মনিটরিং সেল।  

বুধবার বিকেলে হাই কমিশনার মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে দূতাবাসে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিদিন প্রবাসী শ্রমিকরা সকাল ৯টা থেকে তাদের ডিজিটাল পাসপোর্টের আবেদন জমা দিতে আসছেন মিশনে। এ আবেদনের প্রেক্ষিতে রাত ১১টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্তারা। প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১৫শ জনের এমআরপির ফিঙ্গারিং নেয়া হচ্ছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

এদিকে মালয়েশিয়ান রি-হিয়ারিং প্রকল্পের আওতায় বৈধতা পাওয়ার আশায় অবৈধ শ্রমিকরা পাসপোর্ট করতে হাই কমিশনে আসছেন।

mm

জরুরি সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি হাই কমিশনার মো. ফয়সল আহমেদ, কাউন্সিলার রইছ হাসান সারোওয়ার, কাউন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, ফার্ষ্ট সেক্রেটারি এস কে শাহীন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান ওহিদ, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, শাহিন সরদার, মাহতাব খন্দকার, মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম, মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম চৌধুরী, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল।

জেএইচ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]