ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আমেরিকা


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৬ মার্চ ২০১৬

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। তবে র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের আধিপত্য থাকবে, এমনটাই ধারণা সবার। কিন্তু ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তেমনটা ঘটেনি। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল আট নম্বরে থাকলেও সেরা দশে নেই আর্জেন্টিনা।

২ হাজার ১৭৪ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে অবস্থান করছে আমেরিকা মহিলা ফুটবল দল।

২১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জার্মানি।

২০৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রান্স

২০৬৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড।

২০১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অস্ট্রেলিয়া।

১৯৯৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ সুইডেন

১৯৮৩ পয়েন্ট নিয়ে সপ্তম জাপান।

১৯৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম ব্রাজিল।

১৯৫২ পয়েন্ট নিয়ে নবম দক্ষিণ কোরিয়া।

১৯৩৮ পয়েন্ট নিয়ে দশম কানাডা।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।