পেদ্রো ঝড়ে বিধ্বস্ত হুয়েস্কা


প্রকাশিত: ১০:০০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

মেসি, নেইমার, সুয়ারেজ ছাড়াও বার্সেলোনা যে কতটা ভয়ংকর তার প্রমান পেল হুয়েস্কা। মঙ্গলবার নিজেদের মাঠে হুয়েস্কাকে ৮-১ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রে’র শেষ ষোল নিশ্চিত করেছে।

প্রথম লেগে ৪-০ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে লুইস এনরিকে দ্বিতীয় সারির দল নামিয়ে ছিল। সুযোগটা কাজে লাগিয়েছে তারা। ২১, ২৬ ও ৪৪ মিনিটে গোল করে হ্যাট্রিক পূরণ করে পেদ্রো। প্রথমার্ধে আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্জিও রাবের্তো আরও দুই গোল করলে ৫-০ ব্যবধানে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন আদ্রিয়ানো, আদামা তারোরে ও সান্দ্রো রামিরেস। ৮৬ মিনিতে একটি গোল শোধ করে সান্ত্বনা খুঁজে নেন হুয়েস্কার গালভেস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।