দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়
হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪০ রান।
এর আগে ওয়েস্ট ইন্ডিস টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায়। ৫৭ রানের মাথায় ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর জ্বলে উঠে আমলা আর ডি ভিলিয়ার্সের ব্যাট। তাদের জুটিতে আসে ২৮৩ রান যা কিনা স্বাগতিকদের চতুর্থ উইকেটে রেকর্ড জুটি।
দিন শেষে আমলা ১৩৩ ও ডি ভিলিয়ার্স ১৪১ রানে অপরাজিত আছে। ওয়েস্ট ইন্ডিসের পক্ষে কিমার রোচ নিয়েছে ২ উইকেট।