দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪০ রান।

এর আগে ওয়েস্ট ইন্ডিস টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায়। ৫৭ রানের মাথায় ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর জ্বলে উঠে আমলা আর ডি ভিলিয়ার্সের ব্যাট। তাদের জুটিতে আসে ২৮৩ রান যা কিনা স্বাগতিকদের চতুর্থ উইকেটে রেকর্ড জুটি।

দিন শেষে আমলা ১৩৩ ও ডি ভিলিয়ার্স ১৪১ রানে অপরাজিত আছে। ওয়েস্ট ইন্ডিসের পক্ষে কিমার রোচ নিয়েছে ২ উইকেট।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।