তাসকিনের নতুন গাড়ি


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ মে ২০১৬

বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। আবাহনীর হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ভালো পারফর্মও করছেন দেশের অন্যতম সেরা এই পেসার। এবার নতুন গাড়িও কিনে ফেললেন তিনি।

বিশ্বকাপের সময়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। বোলিং অ্যাকশন শুধরে আবারো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন তাসকিন। সে জন্য কঠোর পরিশ্রমও করে যাচ্ছেন তিনি। সামনেই ডিপিএলে রয়েছে বড় ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে লড়াই করার আগে নতুন গাড়ি কিনে ফেললেন তাসকিন।

গতকাল গাড়ির শো রুমে গিয়েই গাড়িটিকে মনে ধরে তাসকিনের। সাথে সাথেই নিয়ে আসেন তিনি। তবে বাবা আসলেই গাড়ির টাকা দেয়ার কথা জানান তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে নতুন গাড়ির ছবি পোস্ট করেন তিনি। গাড়ির এক পাশে তাসকিনের বাবা এবং আরেক পাশে তাসকিনকে দেখা যায়। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হবে তাসকিনের আবাহনী।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।