স্মিথের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

অধিনায়ক স্মিথের সেঞ্চুরিতে শক্ত অবস্থানের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৩২ রান। স্মিথ ১৩৫ রান নিয়ে ব্যাট করছে। হ্যাডিন আউট হন ৫৫ রান করে। শামি নিয়েছেন ৩ উইকেট।
 
এর আগে প্রথম দিনে খেলার শুরুতেই ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন বোলার উমেশ যাদব। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই তার বলে শূন্য রানে আউট হয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর ১১৫ রানের মাথায় মাত্র ছয় বলের ব্যবধানে সামি ও অশ্মিন ফিরিয়ে দেন রজার্স-ওয়াটসন দু`জনকেই।  

অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস রজার্স ৫৭, শেন ওয়াটসন ৫২ ও শন মার্শ ৩২ রান করে আউট হন। ৪ টেস্টের সিরিজে এরই মধ্যে ২-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।