প্রাথমিক ক্যাডারের পদায়ন কেন অবৈধ নয়


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সকল পদে প্রশাসন ক্যাডারের পদায়ন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই অধিদফতরের সকল পদে কেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে পদায়ন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাইমুম সাদী।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও কম্পোজিশন রুল-১৯৮০ অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, পরিচালক ও অন্যান্য পদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে এই পদসমূহে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদায়ন নিয়ে আসছেন। ফলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে অধ্যাপক ড. নেসওয়ার মিয়া বাদি হয়ে এই পদায়ন চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন। সমিতির রিট আবেদনের প্রেক্ষিতে রোববার রুল জারি করেন হাইকোর্ট। জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ মোট ১১ জনকে ওই রিট আবেদনে বিবাদি করা হয়।

এফএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।