শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০২:১১ পিএম, ০২ নভেম্বর ২০১৪

লভ্যাংশ ঘোষণা করেছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার।


শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ২৭ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ, আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে।


শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি টাকা আয় (ইপিএস) হয়েছে ৪.১৩ টাকা ও প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২৮ টাকার কিছু বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।