ফরিদগঞ্জে এক বাড়ির ৮ প্রার্থী


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে এক বাড়ি থেকেই মেয়র ও কাউন্সিল পদে প্রার্থী হয়েছে আটজন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী তিনজন আর কাউন্সিল পদে চার।

কাচিয়াড়া জমাদার বলে খ্যাত এই বাড়ি থেকে দুইজন মেয়র প্রার্থী বর্তমান মেয়র মঞ্জিল হোসেন, মেয়রের সহোদর স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমাম হোসেন, মেয়রের চাচাতো ভাই সর্ম্পকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুল হক পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে অবর্তীণ হয়েছেন।

ওই বাড়ি থেকেই ৭নং ওর্য়াডের কাউন্সিলার পদে প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলার তাজুল ইসলাম, ফিরোজ মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ হোসেন এবং ভাড়াটিয়া হিসেবে থাকা সংরক্ষিত ৩নং ওর্য়ডের কাউন্সিলার বর্তমান প্যানেল মেয়র গীতা রানী।

তবে এই আট প্রার্থী এক বাড়ির বাসিন্দা হলেও সময়ের বিবর্তনে তারা অনেকেই ওই বাড়ি থেকে সরে আশেপাশে নিজে বাড়ি করে থাকছেন।

এআরএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।