বৃষ্টিতে এসির স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ জুলাই ২০২৫

বৃষ্টিতে এসি চালালে ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতার কারণে যখন আপনি এসি চালান, তখন ঘরের ভেতরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হতে পারে। অনেক সময় দেয়াল ভিজে যায়, বিছানাপত্র ও জামাকাপড় আর্দ্র অনুভূত হয়, এমনকি বাসায় একটা আঠালো ও অস্বস্তিকর অনুভূতিও থাকে।

এই সমস্যা সমাধানে এসির সঠিক মোড ব্যবহার এবং কিছু সহজ উপায় অনুসরণ করে আপনি ঘরকে আরামদায়ক রাখতে পারেন।

বিজ্ঞাপন

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার মাত্রা ৭০-৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। যখন এই অতিরিক্ত আর্দ্র বাতাস ঘরের মধ্যে আটকে পড়ে, তখন ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। ছাঁচ ও ফাঙ্গাস গজাতে পারে। ঘরের জিনিসপত্রে দুর্গন্ধ হয়। ঘরের তাপমাত্রা কম হলেও অস্বস্তিকর লাগে।

বর্ষায় এসি চালানোর সঠিক মোড: ড্রাই মোড
বর্ষাকালে স্যাঁতসেঁতে ভাব দূর করতে এসির ড্রাই মোড (শুকনো মোড) সবচেয়ে কার্যকর। এই মোডে এসি ঘরের আর্দ্রতা কমিয়ে দেয় কিন্তু খুব বেশি ঠান্ডা করে না। এই মোডে এসি কম্প্রেসার অন-অফ হয় স্বয়ংক্রিয়ভাবে। ফ্যান ধীরে চলে। বাতাসের ভেতরের জলীয় বাষ্প শোষণ করে। ঘরকে শুষ্ক ও আরামদায়ক রাখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।