এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

গরমে এসি স্বস্তি এনে দেয় জীবনে। তবে যারা এসি ব্যবহার করতে চান না তারা কম খরচে এয়ার কুলার কিনতে পারেন। এয়ার কুলার গরমকালে খুবই কার্যকর একটি যন্ত্র, বিশেষ করে যেখানে এসি ব্যবহার করা সম্ভব নয় বা ব্যয়বহুল।

তবে এয়ার কুলার ঠিক এসির মতো ঘর ঠান্ডা করতে পারে না। ভ্যাপসা গরমে দেখা যায় এয়ার কুলার চালিয়ে কোনো কাজই হয় না। বর্ষায় টানা বৃষ্টিতে গরম থেকে আরাম মেলে ঠিকই, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায়। যা এক অদ্ভুত অস্বস্তির অনুভূতি তৈরি করে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে, সেই সঙ্গে ঘরের আর্দ্রতার পরিমাণও কমাবে-

বেকিং সোডা
কুলারের ঠান্ডা বাতাসেও আর্দ্রতার অনুভূতি হলে বেকিং সোডার কৌশলটি অত্যন্ত কার্যকর হবে। এজন্য একটি কাপড়ে কিছু বেকিং সোডা বেঁধে একটি পুঁটলি বানিয়ে নিতে হবে। তারপর সেটি ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে হবে এবং কুলারটি অন করতে হবে। এই কৌশলটি অবলম্বন করলে কুলারের কারণে হওয়া চিটচিটে ভাব এবং আর্দ্রতা দূর হবে।

ফ্যান চালিয়ে রাখুন
বর্ষার দিনে যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়, তখন কেবল একটি কুলার চালিয়ে রাখলেই সমস্যার সমাধান হবে না। এই আর্দ্রতার সমস্যা এড়াতে কুলারের সঙ্গে সঙ্গে একটি ফ্যান চালিয়ে রাখতে হবে। এছাড়াও একটি এক্সজস্ট ফ্যানও চালিয়ে রাখা যেতে পারে। এর পাশাপাশি যদি ঘরে জানলা থাকে, তাহলে সেটিও খুলে দিতে হবে। এতে ঘরে টাটকা বাতাসের আনাগোনা হবে এবং আর্দ্রতাও বেরিয়ে যেতে পারবে।

কুলার সঠিক স্থানে রাখুন
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা পেতে চাইলে সঠিক স্থানে রাখা জরুরি। কুলারটি জানলার কাছে রাখুন। যাতে বাইরের তাজা বাতাসও কুলার থেকে নির্গত বাতাসের সঙ্গে সঙ্গে ঘরে খেলে বেড়াতে পারে। এছাড়া আর্দ্রতা দূর করতে কুলার প্রথমত ফুল স্পিডে চালান। এরপর যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাহলে পানি ছাড়াই কুলার চালানো যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।