এসি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ জুলাই ২০২৫

এয়ার কন্ডিশনার বা এসি এখন বলা যায় ঘরের একেবারে জরুরি একটি ইলেকট্রনিক পণ্য। গরমে স্বস্তি পেতে এসি ব্যবহার করেন বাড়িতে, অফিসে। বর্ষায় ঘরের আদ্রতা ঠিক রেখে স্বস্তির পরিবেশ পেতেও এসি ব্যবহার করেন।

অনেক সময় দেখা যায় বৃষ্টি কিংবা গরম যাই হোক এসি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। এই সমস্যাটি কেবল বিরক্তিকরই নয়, একইসঙ্গে এসি বিকল হয়ে যাওয়ারও একটা ভয় থেকে যায়। তবে আপনি নিজেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন।

বিজ্ঞাপন

আসুন দেখে নেওয়া যাক কীভাবে সমস্যার সমাধান নিজেই করতে পারবেন-

ড্রেনে ব্লকেজ
কনডেন্সেট ড্রেন পাইপে থাকা ব্লকেজের কারণে এমনটা ঘটতে পারে। এসি ঠান্ডা করার সময় বাতাস থেকে আর্দ্রতা বেরিয়ে আসে, যা পানিতে পরিণত হয় এবং সেই পানি একটি ট্রের মধ্যে জমা হয়। এরপর সেই পানি ড্রেন পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে।

যদি এই ড্রেন পাইপটি ময়লা, ধুলো বা ছত্রাক বা ফাঙ্গাসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে বাইরে যাওয়ার পরিবর্তে পানি ভেতরেই জমা হতে শুরু করে এবং সামনের দিক থেকে পানির ছিটে বেরিয়ে আসতে থাকে অথবা ফোঁটা ফোঁটা করে পানি পড়তে থাকে। সেই কারণে কয়েক মাস অন্তর সার্ভিসিং করার সময় ড্রেন পাইপটি পরিষ্কার করা আবশ্যক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নোংরা ফিল্টার
এসির এয়ার ফিল্টারে ময়লা জমলে সঠিক এয়ার ফ্লো বন্ধ হয়ে যায়। এর ফলে ইভাপোরেটর কয়েল খুব ঠান্ডা হয়ে যায় এবং ফ্রিজ হয়ে যেতে শুরু করে। যখন এসি বন্ধ করা হয় বা বরফ গলে যায়, তখন অতিরিক্ত পানি তৈরির ফলে স্প্ল্যাশিং হয় বা পানির ছিটে বেরিয়ে আসে। মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত।

গ্যাসের অভাব
এসিতে রেফ্রিজারেন্ট গ্যাস কমে এলে কুলিং সিস্টেমের ক্ষতি হয়ে থাকে। এর ফলে কয়েলগুলোতে আরও বরফ জমে যেতে শুরু করে এবং যখন তা গলে যায়, তখনই পানি পড়তে শুরু করে।

বেশি আর্দ্রতা
বর্ষা বা আর্দ্রতার মৌসুমে এসিতে বেশি পানি ঘনীভূত হয়। যদি ড্রেনেজ সিস্টেম সঠিক ভাবে কাজ না করে, তাহলে ওয়াটার স্প্ল্যাশ বা জলের ছিটে বেরিয়ে আসার ঝুঁকি বাড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ইনস্টলেশনের ত্রুটি
অনেক সময় এসি ঘরের ভুল জায়গায় ইনস্টল করা হলে এমনটা হতে পারে। যদি ইন্ডোর ইউনিটটি সঠিক লেভেল বা উচ্চতায় না থাকে, তাহলেও ট্রে থেকে পানি বেরিয়ে আসতে শুরু করে। তাই একজন পেশাদার টেকনিশিয়ানকে দিয়েই ইনস্টলেশনের কাজটি করানো উচিত। এক্ষেত্রে একজন টেকশিয়ান ডেকে পরীক্ষা করিয়ে নিতে পারেন।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।