ট্যুরে যাওয়ার আগে গাড়ির কী কী পরীক্ষা করা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ নভেম্বর ২০২৫
ট্যুরে যাওয়ার আগে গাড়ির সাধারণ হেলথ-চেকআপ করা জরুরি, ছবি:এআই

পরিবার বা বন্ধুদের নিয়ে দূর ভ্রমণে যাওয়ার উত্তেজনা অনেক। তবে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে, টায়ার পাংচার হলে বা ইঞ্জিন ওভারহিট করলে মজা মুহূর্তেই দুশ্চিন্তায় বদলে যেতে পারে। তাই ট্যুরে বের হওয়ার আগে গাড়ির একটি সাধারণ হেলথ-চেকআপ করা অত্যন্ত জরুরি। এটি শুধু আপনার যাত্রা আরামদায়ক করবে না, বরং আপনাকে অপ্রত্যাশিত ঝুঁকি ও খরচ থেকেও বাঁচাবে।

চলুন দেখে নেওয়া যাক, দূর ভ্রমণের আগে গাড়ির কোন কোন বিষয় অবশ্যই পরীক্ষা করা উচিত-

১. ইঞ্জিন তেল
ইঞ্জিনের পারফরম্যান্স বজায় রাখতে ইঞ্জিন অয়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অয়েল কম বা নোংরা হলে ইঞ্জিন বেশি গরম হয়, শব্দ বাড়ে এবং দীর্ঘ ভ্রমণে জ্যাম লেগে যেতে পারে। ডিপস্টিক দিয়ে অয়েলের লেভেল পরীক্ষা করুন, সঙ্গে অয়েলের রং (খুব কালো বা ঘন হলে পরিবর্তন প্রয়োজন), শেষ কখন পরিবর্তন করেছেন সেটিও পরীক্ষা করুন।

২. ব্রেক সিস্টেম
ট্যুরে নিরাপত্তার সবচেয়ে বড় বিষয় হলো ব্রেক। ঢাল, বাঁক, বা হাইওয়েতে হঠাৎ ব্রেক করতে হতে পারে। ব্রেক অয়েলের লেভেল, ব্রেক শু/প্যাড ক্ষয় হয়েছে কি না, ব্রেক দেওয়ার সময় চিড়-চিড় বা ঘর্ষণের শব্দ হয় কি না পরীক্ষা করুন।

৩. টায়ারের অবস্থা ও এয়ার প্রেসার
দীর্ঘ রাস্তায় সবচেয়ে বেশি সমস্যায় ফেলে টায়ার। ভুল প্রেসার, পুরোনো টায়ার বা ক্ষতিগ্রস্ত গ্রিপ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।টায়ারের গ্রিপ ঠিক আছে কি না, সাইডওয়ালে ফাটল আছে কি না, সঠিক এয়ার প্রেসার, স্পেয়ার টায়ার কাজের অবস্থায় আছে কি না পরীক্ষা করে নিন।

৪. কুল্যান্ট ও রেডিয়েটর
দূর ভ্রমণে গাড়ি বেশি সময় চলে, ফলে ইঞ্জিন দ্রুত গরম হয়। রেডিয়েটরে কুল্যান্ট কম থাকলে গাড়ি ওভারহিট হতে পারে। রেডিয়েটরের পানির লেভেল পরীক্ষা করুন। লিকেজ আছে কি না দেখুন। দীর্ঘ ভ্রমণের আগে কুল্যান্ট টপ-আপ করা।

৫. ব্যাটারি চার্জ ও সংযোগ
রাস্তায় গাড়ি স্টার্ট না নিলে সবচেয়ে ঝামেলার পরিস্থিতি হয়। পরীক্ষা করুন-ব্যাটারির টার্মিনালে জং, তারের সংযোগ শক্ত কি না, ব্যাটারি পুরোনো বা দুর্বল হলে চার্জ টেস্ট করা ভালো।

৬. লাইট ও ইলেকট্রনিক্স
রাতে ভ্রমণ করলে হেডলাইটের কার্যকারিতা অত্যন্ত জরুরি। সঙ্গে হেডলাইট/ডিমলাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর, ওয়াইপার ব্লেড ও ওয়াশার ফ্লুইড পরীক্ষা করুন।

৭. সাসপেনশন ও স্টিয়ারিং
দীর্ঘ রাস্তায় গাড়ি ঝাঁকুনি দিলে যাত্রীদের কষ্ট হয় এবং গাড়ি নিয়ন্ত্রণেও সমস্যা হয়। গর্তে পড়লে অস্বাভাবিক শব্দ হয় কি না, স্টিয়ারিং খুব ঢিলা বা শক্ত মনে হয় কি না পরীক্ষা করুন।

৮. জ্বালানি ও ফিল্টার
ট্যুরে টোল, হাইওয়ে বা পাহাড়ি রাস্তায় পাম্প না-ও পেতে পারেন। যাত্রার আগে ট্যাঙ্ক পূর্ণ করুন। লং ড্রাইভ হলে ফুয়েল ফিল্টার নোংরা কি না দেখুন।

৯. জরুরি টুলস ও সেফটি কিট রাখুন
দুর্ঘটনা, পাংচার বা ছোটখাটো যান্ত্রিক সমস্যায় দ্রুত সহায়তা পেতে এগুলো জরুরি- জ্যাক, রেঞ্চ, টায়ার প্রেসার গেজ, জাম্পার কেবল, ফার্স্ট এইড কিট, অতিরিক্ত বাল্ব ও ফিউজ, টর্চ, গ্লাভস এবং কিছু বেসিক টুল।

১০. কাগজপত্র ও সাপোর্ট
রেজিস্ট্রেশন, লাইসেন্স, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, গাড়ির সার্ভিস বুক, প্রয়োজন হলে রোডসাইড অ্যাসিস্ট্যান্স নম্বর সঙ্গে রাখুন।

আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
ভক্সওয়াগনের নতুন গাড়িতে থাকছে যেসব ফিচার

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।