তিনটি ক্যামেরাসহ আসছে রিয়েলমির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
রিয়েলমি জিটি ৮ প্রো

স্মার্টফোনের বাজারে রিয়েলমির জনপ্রিয়তা আকাশছোঁয়া। চীনা কোম্পানিটি একের পর এক স্মার্টফোন আনছে বাজারে। এবার নতুন একটি স্মার্টফোন আনছে যার নাম রিয়েলমি জিটি ৮ প্রো। তিনটি উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার দেখা যাবে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে।

রিয়েলমি জিটি সিরিজের এই ফোনে রিকো জিআর ক্যামেরা সিস্টেম, ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্ল্যারিটি টেলিফটো লেন্স এবং প্রফেশনাল গ্রেডে ভিডিও রেকর্ডিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

রিয়েলমি জিটি ৮ প্রো ৫জি ফোনে আরও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড ক্যামেরা সেনসর, যেখানে ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ২৮ এবং ৪০ মিলিমিটার ফোকাল লেংথ পাওয়া যাবে এই ক্যামেরা ফিচারে। সাদা-কালো ছবি ঝকঝকে তোলার ফিচারও পাওয়া যাবে এই ফোনের ক্যামেরায়।

রিয়েলমির আসন্ন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, ২কে রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৬-র সাপোর্ট।

ফোনটি শিগগির ভারতীয় বাজারে আসছে। এরই মধ্যে চীনের বাজারে পাওয়া যাচ্ছে রিয়েলমি জিটি ৮ প্রো ৫জি ফোনটি। তবে বাংলাদেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন
ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে
বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।