হোয়াটসঅ্যাপে সন্তানের চ্যাট ও নিরাপত্তায় নজর রাখতে পারবেন বাবা-মা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬

নিত্যনতুন ফিচার এনে ইউজারদের চমকে দিতে বরাবরই দক্ষ হোয়াটসঅ্যাপ। এবার জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে এক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নিচ্ছে। মূলত যেসব শিশু ব্যবহারকারী সন্দেহজনক ব্যক্তি বা স্ক্যামারদের টার্গেটে পড়তে পারে, তাদের সুরক্ষার কথাই মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপর আরও কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফিচারটি এখনো অভ্যন্তরীণ পর্যায়ে তৈরি হচ্ছে। জনপ্রিয় টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের বিটা ইউজারদের জন্য এই সুবিধা চালু করা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শিশুদের কার্যকলাপ নজরে রাখা অনেক সময় অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপ এই পেরেন্টাল কন্ট্রোল ফিচার আনতে চলেছে।

নতুন আপডেটটি মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হতে পারে। এখানে অভিভাবক বা প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারী একটি সেকেন্ডারি অ্যাকাউন্টের মাধ্যমে সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপর নজর রাখতে পারবেন। টিপস্টারের শেয়ার করা একটি ক্লিপে দেখা গেছে, কোন কোন কার্যকলাপ ট্র্যাক করা যাবে এবং অভিভাবকের হাতে কী ধরনের নিয়ন্ত্রণ থাকবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে অভিভাবকেরা সরাসরি চ্যাটের বিষয়বস্তু পড়তে পারবেন না। বরং তারা সন্তানের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, কাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং গোপনীয়তা সেটিংসের ওপর নজর রাখতে পারবেন। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে, যাতে শিশুদের অচেনা লিঙ্কে ক্লিক করা বা অপরিচিত ব্যক্তির সঙ্গে চ্যাট করার ঝুঁকি কমে।

শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে আরও কিছু কড়াকড়ি নিয়ম যুক্ত করা হচ্ছে। যেমন শুধু কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা ব্যক্তিরাই মেসেজ বা কল করতে পারবেন এবং শিশুরাও কেবল তাদের সঙ্গেই যোগাযোগ করতে পারবে। পাশাপাশি অভিভাবকেরা সন্তানের প্রোফাইল ছবি, লাস্ট সিন এবং ‘অ্যাবাউট’ তথ্য কারা দেখতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিশ্চিত করে যে চ্যাটের কনটেন্ট হোয়াটসঅ্যাপ নিজেও পড়তে পারে না। নতুন এই পেরেন্টাল কন্ট্রোল ফিচার সেই গোপনীয়তা নীতিকে অক্ষুণ্ণ রেখেই শিশুদের ডিজিটাল নিরাপত্তা আরও একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।