টাটা ন্যানোর সবচেয়ে সস্তা ই-কার আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা পুরো বিশ্বেই পরিচিত। একের পর এক বৈদ্যুতিক গাড়ি নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার সংস্থার ন্যানো গাড়ি আনছে বাজারে। সংস্থার দাবি এটিই হবে তাদের সবচেয়ে কমদামি গাড়ি। নতুন ন্যানো গাড়িটি পুরোনো এক গাড়ির বৈদ্যুতিক সংস্করণ।

২০০৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত এই গাড়ি জনপ্রিয় ছিল ভারতে। বর্তমানে বিশ্বের যতগুলো প্রতিষ্ঠান ই-কার তৈরি করছে তার অধিকাংশই টাটা মটোরসের। ভারতে টাটা নিক্সন ইভি, টিগোর ইভি, টিয়াগো ইভি জনপ্রিয়তার তুঙ্গে। তবে এরমধ্যে সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ির একটি নতুন ব্রিড জনপ্রিয়তা পেয়েছে। সেটি হচ্ছে, মাইক্রো ইভি।

বিজ্ঞাপন

এই মুহূর্তে চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক ভেহিকল এটি। দুই-দরজার সস্তার এই মাইক্রো ইলেকট্রিক ভেহিকল নিয়ে যে কোনো চিপা গলিতে ঘুরে বেড়াতে পারবেন স্বাচ্ছন্দ্যে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে টাটার পিএমভি ইলেকট্রিক কারের দাম ৪ লাখ ৭৯ হাজার টাকা। গাড়িটি ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করছে।

কয়েকদিন আগে রতন টাটার একটি ছবিতে দেখা গিয়েছিল এই ন্যানো গাড়িটি। ভারতের রাস্তায় টেস্টিংয়েও দেখা গেছে গাড়িটি। ধারণা করা হচ্ছে খুব শিগগির আসছে টাটার সবচেয়ে সস্তা ন্যানো ই-কারটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: রাসলেন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।