২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

অন্যান্য বছরগুলোর মতোই ২০২২ নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে শেষ হচ্ছে। এ বছর যেমন যুক্ত হয়েছে একের পর এক প্রযুক্তিপণ্য। তেমনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভ্রাট সারাবছরই আলোচনায় ছিল প্ল্যাটফর্মগুলো। এছাড়াও নেটফ্লিক্সের একের পর এক সিদ্ধান্ত, টুইটার নিয়ে ইলন মাস্কের যত পরিকল্পনা।

একই সঙ্গে গুগল প্রতিবছরের ন্যায় এবারও প্রকাশ করেছে সবচেয়ে বেসি সার্চ হওয়া নানান বিষয়ের তালিকা। এ বছর অ্যাপলের আইফোন থেকে শুরু করে গুগল পিক্সেল সবই ছিল স্মার্টফোনপ্রেমীদের উন্মাদনার অংশ। চলুন দেখে নেওয়া যাক ২০২২ সালে সবচেয়ে বেশি কোন স্মার্টফোনগুলোর ব্যাপারে সার্চ করা হয়েছে গুগলে-

১. অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স
২. অ্যাপল আইফোন ১৪ প্রো
৩. অ্যাপল আইফোন ১৩ প্রো ম্যাক্স
৪. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪
৫. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ৫জি
৬. গুগল পিক্সেল ৭ প্রো
৭. স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৫জি
৮. স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪
৯. আইকিউওও ৯টি ৫জি
১০. শাওমি ১২ প্রো

সূত্র: স্কাইফি

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।