নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

সুজুকি মোটরসাইকেল ভারতে বাজারে নিয়ে এলো তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক সুজুকি হায়াবুসা। আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ইঞ্জিন ও আপডেটের সঙ্গে এসেছে বাইকটি। দুর্দান্ত লুকের বাইকটি অনেকগুলো রঙে এনেছে জাপানের টু-হুইলার নির্মাতা সংস্থা সুজুকি।

সুজুকি হায়াবুসা বাইকটিতে দেওয়া হয়েছে ১৩৪০ সিসি চার সিলিন্ডার শক্তিশালী লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৮৭ হর্স পাওয়ার এবং ১৫০ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন।

বিজ্ঞাপন

বাইকের সাসপেনশন থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক রিয়ার। ব্রেকিং ডিউটির জন্য দেওয়া হয়েছে সামনের চাকায় ৪ পিস্টন টুইন ডিস্ক এবং পিছনে সিঙ্গেল পিস্টন সিঙ্গেল ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

আরও পড়ুন: রোদ-গরমে বাইকের যত্ন নেবেন যেভাবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও স্পোর্টস বাইকটিতে পাবেন এলইডি হেডলাইট, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্টি হুইলই কন্ট্রোল, ৩ পাওয়ার মোডের কুইক শিফটার, টিএফটি এলসিডি ডিসপ্লে, কর্নারিং এবিএস, ক্রুজ কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো ফিচার্স।

মেটালিক থান্ডার গ্রের সঙ্গে ক্যান্ডি ডেয়ারিং রেড এবং মেটালিক ব্ল্যাক নং ২-এর সঙ্গে গ্লাস স্পার্কেল ব্ল্যাক এবং পার্ল ভাইগর ব্লুর সঙ্গে পার্ল হোয়াইট-এই রঙে বেছে নিতে পারবেন বাইকটি। যা এর লুক আরও বেশি আকর্ষণীয় করেছে। ২০২৩ সুজুকি হায়াবুসার দাম ভারতীয় বাজারে ১৬ লাখ ৯০ হাজার টাকা (এক্স-শোরুম)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ লাখ ৬৩ হাজার টাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।